আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের হাজিরপাড়া বাজারের অদূরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ১০জন এবং হাসপাতালে নেয়ার পর অপর অজ্ঞাত ২ মহিলা মারা গেছে। এসময় চালকসহ আহত অপর ৪ জন কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার সময় জেলার রামগতি থেকে চট্রগ্রামগামী বন্ধন এঙ্প্রেস বাসটি সদর উপজেলার লক্ষ্মীপুর চৌমুহনী সড়কের হাজিরপাড়া বাজারের নিকটে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি যাত্রী সদর উপজেলার মিরপুর গ্রামের সুফিয়া আহমেদ (৫৫) মারা যায়। পরে সদর হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত মহিলা (৭০) ও অজ্ঞাত মহিলা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃতু্য হয়। আহতদের মধ্যে একই উপজেলার দত্তপাড়া গ্রামের দুসহোদর রাহুল (১৫) ও বশির (১০), দিঘলী গ্রামের রাকিব (১৩), সিএনজি চালক সঞ্জু (৪৫) অবস্থা আশংকাজনক। বাসটি স্থানীয় এলাকাবাসী আটক করেছে। বাস চালক পলাতক রয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যপারে সদর থানায় মামলা হয়েছে।
