জাতীয় শোক দিবস পালনে লক্ষ্মীপুরে ব্যাপক কর্মসূচী


স্টাফ রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী আগামীকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, শোক-র্যালী, মসজিদ ও বিভিন্ন উপশনালয়ে মিলাদ ও দোয়া এবং প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়। পরিশেষে স্থানীয় নছির আহমদ ভূঁইয়া মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি আনম ফজলুল করিম, সাধারন সম্পাদক মিজানুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন পৌর চেয়ারম্যান এম এ তাহের, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।


 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,