লক্ষ্মীপুরে এসিডদগ্ধ সুফিয়াকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার ঃ সমপ্রতি লক্ষ্মীপুরে এসিডদগ্ধ নারী সুফিয়া আক্তার লাভলীকে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রানালয় থেকে অনুদানের ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক। এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার, পুলিশ সুপার জামিল আহমেদ এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য ১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর দিনগত রাতে সন্ত্রাসীরা রামগঞ্জ উপজেলার কমলতলা গ্রামের মৌলভী রফিক উল্যার কন্যা সুফিয়া আক্তার লাভলীকে এসিড নিক্ষেপ করে ঝলসিয়ে দেয়।