ভাইদের কারণে প্রতিবন্ধী বৃদ্ধ ভাইয়ের হাতে ভিক্ষার ঝুলি


নিজস্ব সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের কমলনগরে সন্ত্রাসী ভাইরা সর্বস্ব দখল করে নেয়ায় প্রতিবন্ধি বৃদ্ধ বড় ভাই এখন পথের ভিখারী। দখলদার ভাইরা স্থানীয় কয়েকজন প্রভাবশালীর ইন্দনে বড় ভাই আহম্মাদ উল্যার বসত বাড়ি,দোকানভিটা ও ফসলি জমি দখল করে নেয়। প্রতিবাদ করায় একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে হতভাগ্য বড় ভাইকে। বিচার চেয়ে ও কয়েকবার বিপাকে পড়তে হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পূর্ব চরফলকন বারমাঝিরটেক এলাকার জয়নাল হাজী বাড়ির (হলুগো বাড়ির)মৃত তাজল হকের পুত্র আহম্মদ উল্যার দোকানভিটা, বসতবাড়ি, ফসলিজমি থেকেও এখন তার কিছুই নেই। দু'মুঠো খেয়ে বেচে থাকার জন্য লাঠি ভর করে অচল দেহ নিয়ে মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা করে দিনাতীপাত করছে। রাস্তার পাশে ঝুপড়ি ঘরে রোদ বৃষ্টি মাথায় করে মানবেতর জীবন কাটে তার। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, অসুখে ওষুধ নেই, নির্ঘুম রাত কাটে। আছে সহদর ভাইদের অত্যাচার আর প্রভাবশালীদের ষড়যন্ত্র। আছে বিচারের নামে হয়রানি। যৌবনে আহম্মদ উল্যাহ হাজিরহাট বাজারে ব্যবসা করে নিজের উপার্জিত টাকা দিয়ে হাজী বাড়ির কমরেড তোয়াহার ছোট ভাই তাহের মিয়ার নিকট থেকে হাজিরহাট বাজারের ২০৯ নং দোকান ভিটা ক্রয় করে যার দাগ নং ৩০৭৫ জমির পরিমান ৬ শতাংশ। একই পরিবারের ছাকায়েত উল্যাহ মিয়ার কাছ থেকে ৩০৮৮ দাগের ২১৯ নং আরো একটি দোকান ভিটা ক্রয় করে। কমলনগর উপজেলার সদর হাজিরহাট দক্ষিন বাজারে অবস্থিত ওই দু'টি দোকান ভিটার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করে ভোগ করছে দখলদার ভাইরা। শালিশের নামে একাধিকবার হয়রানি হতে হয়েছে প্রতিবন্ধী বৃদ্ধ আহম্মদ উল্যাকে । চিহ্নিত কয়েকজন প্রভাবশালী শালিশের নামে তার দোকান ও ঘরের কাগজপত্র কৌশলে হাতিয়ে নেয়। ওই সব কাগজপত্র ফেরত চাওয়ায় প্রতিবন্ধি আহম্মদ উল্যাকে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। পৈত্রিক সম্পত্তি বসত বাড়ি, ফসলি জমি, নিজের উপার্জিত অর্থে ক্রয়কৃত দোকান ভিটা নিজ ভাইরা সব দখল করায় বড় ভাই এখন ভিক্ষার ঝুলি কাঁধে চেপে ভিক্ষা করে জীবন যাপন করতে হচ্ছে। এভাবে আর কতদিন ? সে কি তার সম্পত্তি আর ফিরে পাবেনা? শারীরিক ও মানসিক নির্যাতনের বিচার পাবেনা নাকি সম্পত্তির শোকে মাতন করতে করতে কবরে যাবে এমনটাই প্রশ্ন সচেতন মহলের। এলাকাবাসীরা মনে করেন প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা পেলে ফিরে পেতে পারে তার দখল হয়ে যাওয়া সম্পত্তি। প্রতিবন্ধি বৃদ্ধ আহম্মাদ উল্যা ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,