কমলনগরে ৬ জলদস্যুকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ


কমলনগর উপজেলায় মঙ্গলবার ৬ জলদস্যুকে ধরে গণপিটুনি দিয়েছে জেলেরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে চরফলকন নতুন মাছঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জেলেরা ছয় জলদস্যুকে আটক করে পিটুনি দেন। তাঁরা হলেন রামগতি উপজেলার সেবাগ্রামের আব্দুল মজিদ ও মো. সুমন উদ্দিন, বিবিরহাট এলাকার সালাউদ্দিন ও বয়ারচরের গাবতলী এলাকার কবির হোসেন, নোয়াখালীর সুধন চরের আলাউদ্দিন ও ভোলার মো. আলম।
কমলনগরের কাচিয়ার খালের নামারঘাট এলাকার মুদির দোকানদার আব্দুল কাদের জানান, জলদস্যুদের দলটি মঙ্গলবার রাত আটটায় তাঁর দোকানে হামলা চালিয়ে এক লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে। পরে তাঁরা চরফলকন নতুন মাছঘাট থেকে আবুল খায়েরের মাছ ধরার ট্রলার ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জেলেদের হাতে ধরা পড়েন। বুধবার তাঁদের লক্ষ্মীপুর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,