কমলনগরে পাচারকালে অবৈধ কারেন্ট জালসহ গ্রেফতার ৩
কমলনগরে পাচারকালে অবৈধ কারেন্ট জালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা থেকে নদী পথ হয়ে কমলনগরের লরেন্স এলাকা দিয়ে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগীতায় হাজিরহাট তদন্ত কেন্দ্রের এসআই আমির হোসেন প্রায় ৫ লাখ টাকা মূল্যের ছয় বস্তা কারেন্ট জালসহ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে উত্তম কুমার দাস (৩৬), আরিফ হোসেন (২৩), তপন চন্দ্র দাস (২২)। এ ব্যাপারে কমলনগর থানায় মামলা হয়েছে।