রামগতিতে পল্লী বিদ্যুৎ অফিসে মুসল্লিদের হামলা ভাংচুর

রামগতিতে শবে-বরাতের দিন দুপুর থেকে একটানা গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ মুসল্লীরা বিদ্যুতের দাবিতে উপজেলা সদর আলেকজান্ডার পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিসে (জোনাল অফিস) হামলা চালিয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপসহ অফিসের দরজা জানালা ভাংচুর করে।
জানা যায়, দীর্ঘদিন থেকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ রামগতিবাসী পবিত্র শবে-বরাতের রাতেও বিদ্যুৎ না পেয়ে গভীর রাতে বিভিন্ন মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে বিদ্যুৎ অফিসে মিছিলসহ এ হামলা চালায়। বিক্ষোভকারীরা ওই সময় ইট-পাটকেল নিক্ষেপ করে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে অফিসের ওয়্যারলেস সেটসহ বিভিন্ন টুলস, সাইন বোর্ড ও অফিসের দরজা জানালা ভাংচুর করে।
পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) অসিত রঞ্জন সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চৌমুহনী গ্রীড উপকেন্দ্র থেকে লক্ষ্মীপুরে সঞ্চালিত ৩৩ হাজার কেবি গ্রীড লাইনের কেন্দুয়াবাগ এলাকায় একটি খুঁটির ক্রস আর্ম ভেঙ্গে যাওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিক্ষুব্ধ মুসল্লীরা এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় উপ-মহাব্যবস্থাপক অসিত রঞ্জন সাহা কারো নাম উল্লেখ না করে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সিরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,