কমলনগরে নদী ভাঙন প্রতিরোধে দোয়া

নিজস্ব সংবাদদাতা ঃ মেঘনা নদী ভাঙন প্রতিরোধে শুক্রবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের কমলনগরের হাজিগঞ্জ জামে মসজিদে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদিআরবের মক্কা মুকাররমার মুবালি্লগ শাইখ আল্লামা মেশয়াল হামিদ বিন আল লিহাইবি। বিশেষ অতিথি ছিলেন সৌদিআরবের উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাওলানা এনামুল হক। এসময় সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিশেষ মোনাজাতে অংশ নেয়।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,