স্বর্ণ জিতলো বাংলাদেশ


দক্ষিণ এশিয়ান শুটিংয়ের শেষদিনে চমক দেখালেন বাংলাদেশের মেয়েরা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগতভাবে স্বর্ণ পদক জিতেছেন তারা। টুর্নামেন্টে এটিই বাংলাদেশের একমাত্র স্বর্ণ। সমাপনী দিনের শেষ ইভেন্ট ছিল মেয়েদের ৫০ মিটার থ্রি পজিশন শুটিং। রাইফেল হাতে স্বর্ণ জিততে মরিয়া হয়ে ওঠেন সাবরিনা সুলতানা, তৃপ্তি দত্ত এবং শারমিন শিলা। ব্যক্তিগত স্কোর বাড়াতে মনোযোগী হন প্রতিটি শুটে। ১৭০৩ স্কোর নিয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যান তারা।
১৭০২ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছে ভারত। তৃতীয় হয় পাকিস্তান (স্কোর: ১৬৩৩)। ভারতের আধিপত্যের সামনে চতুর্থদিন (বুধবার) পর্যন্ত কোন স্বর্ণ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন বাংলাদেশের শুটাররা। বিকেএসপির শুটিং রেঞ্জে একবারও জাতীয় সঙ্গীত বাজতে না দেখে জেদ চেপে বসেছিল সাবরিনার ওপর।
সকালে রেঞ্জে ঢোকার আগেই দুই জুনিয়রকে পরামর্শ দেন, “বাতাসের গতি-প্রকৃতি বুঝে শুট করতে।” মনোযোগ দিয়ে শুটিং করে ব্যক্তিগতভাবে সেরা স্কোর তোলার পরমর্শও দেন তিনি। স্বতীর্থরা কথা রেখেছেন। সাফল্যও পায় বাংলাদেশ।
স্বর্ণ জয়ের পর সাবরিনা বলেন, “চারদিন আমি খুবই হতাশ ছিলাম। বুধবার রাতে একা একা কেঁদেছি। আমার মধ্যে একটা জেদ কাজ করছিল, যে কোনভাবেই হোক স্বর্ণ জিততেই হবে। টিমমেটরা সবাই ভাল করায় সাফল্য পেয়েছি।”
৫০ মিটার থ্রি পজিশনের ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণটি জিততে পারতেন সাবরিনা। মাত্র এক পয়েন্ট পেছনে পড়ায় জিততে পারেননি। সেটি জিতে নিয়েছেন ভারতের তেজস্বনী সাওয়ান্ত (স্কোর: ৫৭১)। সাবরিনার স্কোর ছিল ৫৭০। পেয়েছেন রৌপ্য পদক। ৫৬৮ স্কোর করে ব্রোঞ্জও জিতেছেন বাংলাদেশের তৃপ্তি দত্ত।
সাবরিনা সুলতানা এর আগে ১৯৯৭ সালে দিল্লী সাফ গেমসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ব্যক্তিগত এবং দলগতভাবে স্বর্ণ জিতেছিলেন। আসরের ৫০ মিটার রাইফেল প্রোণ ইভেন্টেও দলীয় এবং ব্যক্তিগতভাবে স্বর্ণ জেতেন দেশের সবচেয়ে সফল এই শুটার। একই বছর কমনওয়েলথ শুটিংয়ে ৫০ মিটার রাইফেল প্রোণ ইভেন্টে ৫৮৫ স্কোর করে স্বর্ণ জেতেন সাবরিনা। দক্ষিণ এশিয়ান শুটিংয়ের পঞ্চম আসরে ২১টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এর পরেই রয়েছে বাংলাদেশ। জিতেছে ১টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলংকা। ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতেছে দেশটি।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,