নতুন কোন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ২০০৯-১০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু এ বাজেট ঘোষনা করেন। চলতি অর্থ বছরে লক্ষ্মীপর পৌরসভার ১৭ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭শ' ১৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
২৯ জুন পৌর অডিটোরিয়ামে আয়োজিত বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লা, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আ: আজিজ, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, জেলা জামায়াতের সভাপতি মাষ্টার রুহুল আমিন, সাবেক অধ্যক্ষ এ এম এন মান্নান, সাবেক অধ্যক্ষ মাহাবুব মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগ সাবেক সেক্রেটারী ও সাবেক পৌর চেয়ারম্যান এম এ তাহের, জাকির হোসেন ভূইয়া আজাদসহ জেলার সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, পৌরবাসী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর পৌরসভার চলতি অর্থবছর ২০৯-১০ অর্থ বছরের বাজেটের আয় ও ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭শ' ১৭ টাকা।