
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নোয়াখালী ও ব্য্রাক এর আয়োজনে লক্ষ্মীপুরে ২৯ জুন কর্মজীবীদের নিরাপদ বিদেশগমন প্রক্রিয়া গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকেয়া বাশার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার। সমন্বয়কারী নজরুল ইসলাম।
সভায় বক্তাগন বলেন, চাকরি নিয়ে বিদেশগামী শ্রমিকদের নিরাপদ বিদেশ গমনে সচেতনতা তৈরিতে সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পরেই বৈদেশিক মুদ্রা অর্জনের কারণে দেশের অর্থনীতি সচল রেখেছে ন যারা তাদের বিষয়ে অবশ্যই আমাদের নজর দিতে হবে। বিদেশ গমনের ক্ষেত্রে অভিবাসন আইন এবং বৈদেশিক কর্মসংস্থান নীতি সম্পর্ক অবহিত থাকলে প্রতারিত হবার সম্ভবনা কম থাকে। কর্মশালা মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরপদ অভিবাসন সহায়তা প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর স্বপন কুমার দাস। নিরাপদ বিদেশ গমন প্রক্রিয়া সম্পর্কে সরকারি বেসরকারি সংস্থাও সরকারি সমাজকে অবহিত করণ, সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তীর ক্ষেত্রে সহজতর করা এবং প্রতারিত ব্যক্তিদের পক্ষে কাজ করা ও জনমত গঠন এবং আইনীসহতা প্রদান সহজতর করতে।