
স্টাফ রিপোর্টার ঃ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুর জেলা বিএনপি'র সদস্য সচিব তফসির আহমেদ কালু মুন্সি (৫৭) জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে......রাজেউন) । মৃতু্যকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। মরহুম কালু মুন্সি জেলা বিএনপি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন।
মরহুমের মৃতু্যতে সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর প্রেসকাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জেলা আ'লীগের সভাপতি এম আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা আ'লীগের সভাপতি এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল সকালে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে তার নিজ বাড়ি সমসেরাবাদে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।