লক্ষ্মীপুরে ঘুর্ণিঝড় আইলায় তিগ্রস্থদের মাঝে ডেসটিনি গ্রুপের ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার : শুক্রবার লক্ষ্মীপুরে ঘুর্ণিঞড় আইলায় তিগ্রস্থদের মাঝে ডেসটিনি ২০০০ লিঃ এর প থেকে ত্রান বিতরণ করা হয়েছে। জেলার কমলনগর উপজেলার মাতাব্বর হাটে ২শ' পরিবার রামগতি উপজেলার বয়ার চরে ১৫শ' পরিবার ও রামগতি আলেকজান্ডার মাদ্রাসা মাঠে ৫শ' পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। এসময় রামগতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্য গোলাম মাওলা চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন চৌধুরী, ডেসটিনি গ্রুপের প েডায়মন্ড এঙ্কিউটিব আহসানুল কবির বিপব, জাকির হোসেন মনিরুজ্জামান ও পিএসডি ওয়াহীদুল ইসলাম এবং আলেকজান্ডার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি লবন বিতরণ করা হয়।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,