বিদু্যতের দাবিতে বিুব্ধ জনতা রোববার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদু্যতের জোনাল অফিস হামলা ও ভাংচুর করেছে ।
এলাকাবাসী ও অফিস সূত্রে জানা গেছে, রাত ১০ টার দিকে রামগঞ্জ উপজেলার নন্দনপুর পশ্চিম কাজির খিল আঙ্গারপাড়ার বিদু্যৎ গ্রাহকরা চাহিদা মোতাবেক বিদু্যৎ না পাওয়ার কারণে শহরে একটি মিছিল বের করে। পরে মিছিল সহকারে বিুব্ধ জনতা ইট-পাটকেল ও লাঠি-সোটা নিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদু্যৎ সমিতির রামগঞ্জ জোনাল অফিসে হামলা ও ভাংচুর চালায়। এসময় ইট-পাটকেলের আঘাতে জানালার কাঁচ ভাংচুর হয়। পরে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় এলাকাবাসী আব্দুল করিম, কামরুল, গৃহিনী লায়লা বেগম, স্কুল ছাত্র রিয়াজ জানায়, বিদু্যতের লোডশেডিং এ মানুষ অতিষ্ট, জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ২৪ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টা এলাকায় বিদু্যৎ থাকে বাকি সময় এলাকায় বিদু্যৎ থাকেনা। তারা আরো জানায়, পুরাতন গ্রাহকরা বিদু্যৎ পাচ্ছেনা। কিন্তু পল্লী বিদু্যৎ সমিতি নতুন সংযোগ স্থাপন করে গ্রাহকদের হয়রানী ও দুর্ভোগ বাড়াচ্ছে। পল্লী বিদু্যৎ সমিতির লাইন পরিদর্শক মো: গোলাম আযম এবং অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত মো: আলাউদ্দিন জানান, রাতে এলাকার বিুব্ধ জনতা বিদু্যতের দাবিতে অফিসে হামলা ও ভাংচুর চালায়। তবে এসময় কেউ আহত হয় নাই। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদেরকে কেউ এ ব্যাপারে লিখিত ভাবে জানায় নি।