
বিশ্ব জনসেবা দিবস উপলক্ষে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসন উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জামিল আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে জেলার ৫ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গন থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়