লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মরহুম মোসলেহ উদ্দিন নিজাম'র পুত্র সাইফুল হাসান রনি


লক্ষ্মীপুর সদর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের অকাল মৃতু্যতে শূন্য হয়ে পড়া উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কে হচেছন এনিয়ে সর্বত্র নানা গুঞ্জন ও ভোটারদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় এক নাম্বার অবস্থানে রয়েছে মরহুম উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের একমাত্র পুত্র সাইফুল হাসান রনি। সচেতন ভোটারদের একটি বৃহৎ অংশ ও লক্ষ্মীপুরের সচেতন মহল সাইফুল হাসান রনিকে বিজয়ী করে তার পিতার আসনে আশীন করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ইতোপূর্বে মরহুম মোসলেহ উদ্দিন নিজামের শোক সভায় লক্ষ্মীপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুল এবং স্থানীয় ইউনিয়ন আ'লীগের সভাপতি নুরুল আলম খোকন সচেতন মহলের পক্ষ থেকে সাইফুল হাসান রনির প্রার্থীতার ঘোষণা করলে বর্তমান সরকারের মাননীয় শিল্পমন্ত্রী অনুষ্ঠানের প্রধান অতিথি ও দিলীপ বড়ুয়া তার সমর্থন করেন। মন্ত্রী রনিকে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় জনগণের কাছে তুলে ধরেন। বর্তমানে স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন ভোটারদের উদ্যোগে সাইফুল হাসান রনির সমর্থনে গণসংযোগ অব্যহত রয়েছে। ইতোপূর্বে সাইফুল হাসান রনি ভবানীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, কুশাখালী, মান্দারী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়ণে গণসংযোগ করেছেন। তার প্রার্থীতার ব্যাপারে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়াও পেয়েছেন। রনি জানান তার মরহুম পিতা লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলের ভাগ্য বিড়ম্বিত মানুষের উন্নয়ণ ও চরাঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার রূপকার মরহুম মোসলেহ উদ্দিন নিজামের অসমাপ্ত কাজ সম্পাপ্ত করে লক্ষ্মীপুর সদর উপজেলা বাসীর উন্নয়ণে ভূমিকা রাখাই তার একমাত্র অঙ্গীকার। সাধারণ ভোটারদের মতে যোগ্য পিতার সুযোগ্য সন্তান উচ্চ শিক্ষিত ও নিরহংকার সাইফুল হাসান রনিই পারবে লক্ষ্মীপুর সদর উপজেলা বাসীর স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে। স্টাফ রিপোর্টার, (লক্ষ্মীপুর ওয়েব নিউজ), ২০ মে ২০০৯ইং।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,