ফেনীর আ'লীগ দলীয় সাবেক এমপি ও মানি লন্ডারিং মামলায় কারাগারে অন্তরীন জয়নাল হাজারী ১৫ এপ্রিল আদালত প্রাঙ্গনে জামিন নামঞ্জুরের প্রতিবাদে পুলিশ হেফাজতে আদলাত প্রঙ্গনে দেয়া বক্তব্যে 'দাঁতভাঙ্গা জবাব' দেয়ার বিষয় নিয়ে বোল পাল্টানোর চেষ্টা করছেন। তাঁর আইনজীবি গিয়াস উদ্দিন নান্নু, জাহিদ হোসেন খসরু ও নুর হোসেন হাজারী ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানীকালে বলেন, সেদিন প্রশাসনের অনুরোধেই আদালত প্রঙ্গনে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন হাজারী। আইনজীবিরা বলেন, উপস্থিত জনতার ভীড় এড়ানোর জন্য কর্তব্যরত পুলিশ হাজারীকে জনতার উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করলে হাজারী জনতার উদ্দেশ্যে হ্যান্ড মাইকে বক্তব্য দেন। আইনজীবিরা উল্লেখ করেন, দাঁতভাঙ্গা জবাব নেয়ার কথা হাজারী বিচারকদের উদ্দেশ্যে বলেননি; বলেছেন যারা তারা বিরুদ্ধে মামলা দিয়ে ষড়যন্ত্র করেছিলো তাদের বিরুদ্ধে। ১০ মে রবিবার হাজারীর অনলাইনে এ বিষয়ে একটি মতামত প্রকাশ করা হয়েছে।
Browse » Home » » দাঁতভাঙ্গা জবাবের হুমকি নিয়ে বোল পাল্টাচ্ছেন হাজারী