রামগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটিয়ালপুর ও বরিয়াইশে শনিবার সকালে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতঘরে ভাংচুর ও জিনিসপত্র লুটপাট করেছে। এ সময় সন্ত্রাসীরা জায়নাল আবদিন (৭৫), মো. হাসানসহ (২৫) চারজনকে পিটিয়ে আহত করে। আহতদের রামগঞ্জ ও চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রামগঞ্জের চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেল বহর নিয়ে শনিবার সকালে ভাটিয়ালপুর এবার বাড়ির জয়নাল আবদিনের বসতঘরে হামলা চালায়
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,