সরকারি স্বীকৃতি চায় ডেঞ্জারম্যান রাশদ

লক্ষ্মীপুরে বৈশাখী মেলার মূল আকর্ষণ গেম অফ ডেঞ্জার ভয়ানক মোটর সাইকেল চালানো খেলা। ৪০ ফুট উঁচু ৯০ ফুট গোলাকার কাঠের দেওয়ালের ভিতরে হাত ছেড়ে মোটর সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে নিলফামারী জেলার এস. এম. রাশদ। ২০০০ সালে এইচএসসি পাস করে সে ভয়ানক খেলা আয়ত্ব করে। ১৯৬২ সাল থেকে রাশদের বাবা গোলাম রাব্বানী এ খেলার শুরু করেন। রাশদের বাবা তারপর থেকে বড় ভাই, এরপর সে সারাদেশে বিভিন্ন মেলায় গেম অফ ডেঞ্জার নামে এ ভয়ানক মোটর সাইকেল খেলা দিয়ে যাচ্ছেন। সে জানান পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ভয়ংকর পেশায় এসেছেন। এ পেশায় ৯৯ ভাগ ঝুঁকি রয়েছে। তবে কঠোর সাধনা করলে আয়ত্ব করা সম্ভব। এ খেলা প্রদর্শন করে তিনি শিল্পকলা একাডেমী পুরস্কার পেয়েছেন। এছাড়া ব্যক্তিগত উল্লেখ্য ভারত ও নেপাল প্রদর্শন ছাড়াও দেশের অধিকাংশ জেলায় প্রদর্শনী করেছেন। ২০০২ইং সনে ও ২৫ এপ্রিল দু’বার প্রদর্শনীর সময় দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এ পেশা ধরে রাখতে তারা সরকারি স্বীস্কৃতি দাবি করেন। এছাড়া মেলার হাতি, বানর ও দুঃসাহসিক, শারীরিক কসরত, সার্কাস ও বিভিন্ন আইটেমের দেশী পণ্যের সমরোপে মেলাকে সমৃদ্ধ করেছে। ল²ীপুর জেলার বিনোদনের কোন ব্যবস্থা না থাকার প্রতিদিন এ মেলায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,