
রামগঞ্জ উপজেলাব্যাপী প্রভাবশালী মহলের ছত্রছায়া ভূমি খেকোরা খাল দখল ও ভরাটের মহোৎসব চালাচ্ছে। অবৈধ ভাবে খাল দখল ও ভরাট করে ইমারত নির্মানে প্রতিযোগিতা খালের নাব্যতা কমে যাচ্ছে। আবার অধিকাংশ খাল বিলীন হয়ে যাচ্ছে। এতে করে পানি নিস্কাষন বন্ধহয়ে পরিবেশ দূষিত এবং সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জানা যায়, রামগঞ্জ পৌরশহরসহ ১০টি ইউপির ৩২০ কিঃ মিঃ আয়তনের ১৫টি খালর মধ্যে রামগঞ্জ- হাজীগঞ্জ, চিতোষী-পানিয়ালা, রামগঞ্জ-ল²ীপুর, সোনাপুর-কচুয়াখাল ভূমি খেকোরা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও বসত ঘর নির্মাণ করায় উক্ত খাল গুলির অস্তিত্ব খুজে পাওয়া যাচ্ছেনা। বাকি খালগুলির দু’পাশ দখল করে বালি ভরাটের মহোৎসব অব্যাহত রয়েছে। জেলা পরিষদ, সওজ, উপজেলা ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ-সাজসে খাল দখল ও ভরাটের মহোৎসব অব্যাহত রয়েছে বলে এলাকাবাসী জানায়। এদিকে পৌর শহরের প্রাণ কেন্দ্র থানার সম্মুখে রামগঞ্জ হাজীগঞ্জ খালটি প্রভাশালী মহল কয়েকদিন যাবত ট্রাকে করে বালি ফেলে ভরাট করছে। বিষয়টি নিয়ে পৌর শহরবাসী উদ্বিগ্ন হয়ে উপজেলা প্রশাসনের ধারস্থ হয়। কিন্তু ভূমিখেকোরা রাত দিন তড়িগড়ি করে ভরাট অব্যাহত রেখেছে।