রামগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে মুক্তিপন দিয়ে উদ্ধার

রামগঞ্জ উপজেলা করপাড়া ইউপির চৌধুরী বাড়ির দরজা নামক স্থান থেকে শনিবার রাতে অপহৃত ব্যবসায়ী তাজুল ইসলামকে ৭ ঘন্টা পর মুক্তিপন দিয়ে তার পরিবার বলের বাড়ীর বাগান থেকে উদ্ধার করেছে।
জানা যায় রামগঞ্জের পান ব্যবসায়ী তাজুল ইসলাম (৩৫) এর কাছ থেকে কয়েকদিন যাবৎ চি‎িহ্নত সন্ত্রাসীরা দুই ল টাকা চাঁদা দাবি করে আসছে। নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ায় শনিবার রাত ৮ টার দিকে কানা মনির টেল্লা সহ ৭/৮ জন সন্ত্রাসীরা অস্ত্রের মূখে ম্মি করে তাকে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ব্যবসায়ীকে বলের বাড়ির বাগানে নিয়ে মধ্যযুগীয় বর্বরতা চালায়। খবর পেয়ে তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের চুক্তি মোতাবেক ি মুক্তিপন প্রদান করার পর রাত ২ টায় তাকে ছেড়ে দেয়।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,