
স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ীর লিজ বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট ভবনের সামনে জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানব বন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসসয় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তফসির আহমদ কালু মুন্সি, সাংগঠনিক সম্পাদক এ্যাড: হাসিবুর রহমান, বিএনপি নেতা এ্যাড: হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, এ্যাড হারুনুর রশিদ, প্রফেসর নিজাম উদ্দিন প্রমুখ।