লক্ষ্মীপুর আদালতে একটি চাঁদাবাজির মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার আদালতে স্বাক্ষ্যগ্রহন


লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো; রুস্তম আলীর আদালতে আজ মঙ্গলবার একটি চাঁদাবাজির মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে আদালতে হাজির করা হয়। মামলার বিবরনে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার লামচরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের ভুইয়া বাদী হয়ে ২০০৭ সালের ১৮ই এপ্রিল জিয়াউল হক জিয়াসহ ২২ জনকে আসামী করে চাঁদাবাজী মামলা দায়ের করে। মামলায় তিনি উল্লেখ করেন জিয়াউল হক জিয়া ও অন্যান্য আসামীগন হত্যামামলার ভয় দেখিয়ে বাদীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ মামলায় ২৩ জনকে স্বাক্ষী করা হয়। আজ ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনসহ ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন অনুিিষ্ঠত হয়। এ মামলায় জিয়াউল হক জিয়া সহ সকল আসামী জামিনে আছেন। উল্লেখ্য কর ফাঁকি মামলায় জিয়াউল হক জিয়ার ১৩ বছরের সাজা রয়েছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,