লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ছবি পোড়ানোর অভিযোগে যুবদল নেতা গ্রেফতার


জাতির জনক শেখ মজিবুর রহমানের ছবি ও নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগে কমলনগর থানা পুলিশ (১৭মে) রোববার রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট দনি বাজার থেকে চরলরেঞ্চ ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে। (১৮ মে) সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। কমলনগর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নুরুল আমিন মাষ্টার জানান, ২০০১ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরদিন অভিযুক্ত মিজান গং স্থানীয় চৌধুরীরহাট আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঝুলানো নৌকা প্রতীক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অগি্নসংযোগ করে। এ অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতা ওমর ফারুক সাগর বাদী হয়ে মিজানসহ ৯ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা দায়ের করে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,