লক্ষ্মীপুরে কমলনগরে আনন্দ মেলার আয়োজকের বিরুদ্ধে মামলা \\

কমলনগর উপজেলা কমপ্লেক্স মাঠে আনন্দ মেলার আড়ালে জমজমাট জুয়া, অশ্লীল ও অশালীল নাচ-গান মাদক সেবনসহ বে-আইনী, অসামাজিক, ধমর্ীয় অনুভূতিতে আঘাত হানিকর কার্যকলাপের দায়ে মেলার আয়োজক ১। কাজী মুহাম্মদ ইউনুছ ২। এম এ মজিদ সহ ৪০/৫০ জন অজ্ঞাতনামীয় আসামীর বিরুদ্ধে আজ ১৮ মে রোজ সোমবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কমলনগরের আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৩৬/০৯। মামলার বাদী কমলনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০০৮-২০০৯) এর নির্বাচিত সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক এ এন এন আশরাফ উদ্দিন তার আবেদনে অভিযোগ করেন ১নং বিবাদী প্রতারণার আশ্রয়ে নিজেকে কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিগত ১৩/০৪/০৯ইং লক্ষ্মীপুর জেলা প্রশাসকের বরাবরে আনন্দ মেলা আয়োজনের অনুমতি প্রার্থনা ও ২১/০৪/০৯ইং জেলা প্রশাসকের স্মারক নং- জেঃ প্রঃ লক্ষ্মীঃ/জে,এম/৪-৮/২০০৯-৩৪২ মূলে অনুমতি হাসিল করে। বিগত ২৮ এপ্রিল থেকে কমলনগর উপজেলা কমপ্লেক্স মাঠে অনুমতি পত্রের শর্ত লঙ্ঘন করে মদ, গাঁজাসহ মাদক সেবন, র্যাফেল ড্র এর নামে জমজমাট জুয়ার আয়োজনে লক্ষ লক্ষ নিম্ন আয়ের গরীব মানুষকে প্রতারণা, মঞ্চ নাটক, পুতুল নাচের আড়ালে নগ্ন/উলঙ্গ নারী নৃত্য অনুষ্ঠানে ধমর্ীয় অনুভূতিতে আঘাত হানিকর কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ দায়ের করেন। বে-আইনী অসামাজিক, অশ্লীল, অনৈতিক কার্যকলাপ বন্ধে জেলা প্রশাসক লক্ষ্মীপুর বরাবরে আবেদন এবং বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করেও ফল প্রতিকার না পেয়ে আদালতের আশ্রয় গ্রহন করেন। উল্লেখ্য কমলনগর আনন্দ মেলার আড়ালে মাদক সেবন, র্যাফেল ড্র এর নামে জমজমাট জুয়া, অশালীন, অশ্লীল নাচ-গান বন্ধে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও কতর্ৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও বে-আইনী, সমাজ ও ধর্মবিরোধী কার্যকলাপ বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত কমলনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কার্যনির্বাহী কমিটি (২০০৮-২০০৯) এর সাধারণ সম্পাদক এ এন এন আশরাফ উদ্দিন এ মামলা দায়ের করেন।--সাজ্জাদুর রহমান সাজ্জাদ ( লক্ষ্মীপুর ওয়েব) ১৮ মে ২০০৯ইং
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,