কাবুলজুড়ে জঙ্গি হামলা, তালেবানদের দায় স্বীকার





আফগানিস্তানের রাজধানী কাবুলজুড়ে মন্ত্রণালয় ও ব্যাংকসহ আরও কয়েকটি স্থানে সোমবার কমান্ডো স্টাইলে আক্রমণ করেছে প্রায় ২৪ জন বন্দুকধারী। এদের মধ্যে কয়েকজনের দেহে আত্মঘাতী বিস্ফোরক বেল্টও বাঁধা আছে। প্রায় এক বছরের মধ্যে এটিই কাবুলে সবচেয়ে ভয়াবহ হামলা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের এ সময়ে এ হামলা হল। ঘটনাস্থল থেকে নিরাপত্তা কর্মকর্তা আমির মোহাম্মাদ বলেন, "ব্যাংক ও শপিং সেন্টারসহ বেশ কয়েকটি ভবনে কমপক্ষে ১০ জন আত্মঘাতী হামলাকারী অবস্থান নিয়েছে।" তিনি হামলায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাবুলের শপিং সেন্টারের বাইরে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে কয়েকজন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়। অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় ৩০ জনের মতো হামলাকারী অংশ নিয়ে থাকতে পারে এবং ৩ জন নিহত হতে পারে। আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এবং বিচার মন্ত্রণালয়ের উল্টো দিকের একটি বড় দোকানের কথা উল্লেখ করে তিনি রয়টার্সকে বলে, "বন্দুকধারীদের ওই দোকানের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। তারা সেখান থেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি বর্ষণ করছে এবং তাদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।" তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ ২০ জন হামলাকারীর একটি দল সরকারের বিভিন্ন ভবন দখল করেছে এবং আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। কাবুলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়ার পর ন্যাটো সেনারা আফগান ওই এলাকা নিরাপদ করতে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে বলে জানিয়েছে।




 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,