বেলায়েত হোসেন বাচ্চু : সরকার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদানের সিদ্বান্ত গ্রহণ করলেও রামগঞ্জে এই নীতি মানা হচ্ছেনা। উপজেলার কচুয়া ফাজিল মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিৰা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক নগদ অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কচুয়া এলাকার বেশ কয়েকজন অভিভবক সাংবাদিকদের জানান, সরকার প্রদত্ত বিনামূল্যের বই পেতে এই বার কচুয়া ফাজিল মাদ্রাসার কতৃপরে সিদ্বান্ত অনুযায়ী বই পাবার পূর্বেই তাদের হাতে নগদ ৫০ (পঞ্চাশ) টাকা করে দিতে হয়েছে।
এই ব্যাপারে কচুয়া ফাজিল মাদ্রাসার অধ্য মোঃ আজাদ হোসেন ভূঁইয়া জানান- কচুয়া ফাজিল মাদ্রাসার জন্য চলতি বছরে মোট ৪শত সেট বই এসেছে। এর মধ্যে সামান্য কিছু ছাড়া বাকী সব বিলি করা হয়েছে। নগদ টাকার বিনিময়ে বিনা মূল্যের বই প্রদানের বিষয়টি তিনি স্বীকার করে বলেন- জেলা শিক্ষা অফিস থেকে মাদ্রাসা পর্যন্ত বই আনতে যে খরচ হয় আমরা তা বেয়ার করতে শিক্ষাথর্ীদের নিকট ৫০ টাকা নয় ১৫ থেকে ২০ টাকা করে নিচ্ছি। এইভাবে টাকা নেওয়া কতটুকু বিধি সম্মত? প্রশ্ন করা হলে অধ্যক্ষ এড়িয়ে গিয়ে টাকা ক্লাশ টিচারগণ গ্রহণ করছেন বলে জানান। তবে কাস টিচারগণ জানান- মাদ্রাসার সকল সিদ্ধান্ত অধ্যক্ষ নিজেই দিয়ে থাকেন। আমরা মনগড়া কিছুই করি না। সৃষ্ট বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন- কোন ক্রমেই সরকারের ভাবমূর্তি ুন্ন করা যাবে না। বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখবো।