রায়পুরে চুরি ঠেকাতে উপজেলার সর্বত্র মাইকিং


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একের পর এক ট্রান্সফরমার চুরি হচেছ।গত এক বছরে পল্লী বিদ্যুতের ৩০টি ট্রান্সফরমার চুরি হয়।পল্লী বিদ্যুৎ কর্তৃক চুরি ঠেকাতে উপজেলার সর্বত্র মাইকিং ও বাজারে লিফলেট বিতরণ করে। চুরি বন্ধ না হওয়ায় পাঁচ হাজার গ্রাহককে পোহাতে হয় চরম দুর্ভোগ ।
চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ টাকার অর্ধেক মূল্য গ্রাহকদের পরিশোধ করে পুনঃবিদু্যৎ সংযোগ নিতে হয় ।এতে করে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ৰোভ ও অসন্তোষ বিরাজ করছে। রায়পুর পল্লী বিদ্যু অফিস সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর, দেবীপুর, মধুপুর, বামনী, কাঞ্চনপুর, দেনায়েতপুর, কেরোয়া, চরবংশী, চরআবাবিল, মোল্লারহাট উদমারা, রাখালিয়া, চরপাতা, চরমোহনা গ্রাম থেকে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত অন্তত ৩০টি ট্রান্সফরমার চুরি হয়। চোর চক্র রাতের বেলা ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। এক এলাকা থেকে একটি ট্রান্সফরমার নিলে চক্রটি কয়েক দিন চুপচাপ থাকে। আবার অন্য এলাকা থেকে আরেকটি ট্রান্সফরমার নিয়ে যায়। এ কারণে ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালনে বিপর্যয় দেখা দিয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুর পলস্নী বিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন,আমরা চুরি ঠেকাতে উপজেলার সর্বত্র মাইকিং ও বাজারে লিফলেট বিতরণ করি।তবে যেভাবে ট্রান্সফরমার চুরি হচ্ছে অচিরেই তা প্রতিরোধ করতে না পারলে বিদু্ৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,