রায়পুরে গ্যাসের অভাবে ৩৯ বছরেও গড়ে উঠেনি কোন শিল্পকারখানা


স্বাধীনতার ৩৯ বছরে ও অর্থ বরাদ্দ না হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্যাস লাইন বসানোর কাজ করানো যাচেছনা। ফলে গ্যাসের অভাবে এখানে গ্যাসভিত্তিকশিল্প  গড়ে উঠছেনা । শিল্প উদ্যোক্তারাও বাখরাবাদ গ্যাস সিষ্টেম লিমিটেড (পরিকল্পনা)লক্ষ্মীপুর অফিস সূত্রে জানা যায়,রায়পুর উপজেলার সম্ভাব্য গ্যাস কনজুমার জরিপ করার পর  লক্ষ্মীপুর জেলা থেকে রায়পুর পৌরশহর পর্যন্ত গ্যাসের পাইপ লাইন বসানোর প্রকল্প তৈরি করা হয়। কিন্তু তারচেয়ে২০০১সালে প্রথম বার ও২০০৩ সালে দ্বিতীয় বারসহ দু বার পেট্রো বাংলার পরিকল্পনা বিভাগে পাঠানো হয়।অর্থ বরাদ্দ না আসায় গ্যাস পাইপ লাইন  বসানোর কাজ করানো যাচেছনা ।



 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,