......... আবুল খায়ের ভূইয়া এম পি স্টাফ রিপোর্টার ঃ লক্ষ্মীপুর জেলা বিএনপি আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া এমপি বলেছেন, পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সিদ্দান্ত আত্মঘাতি। সেনা প্রত্যাহার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াব্ এে;তে নিরীহ পাহাড়ি বাঙ্গালীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে। এতে পার্বত্য এলাকায় সন্ত্রাস হ্রাস পাবে। তাই সরকারের হঠকারী এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি গত শনিবার লক্ষ্মীপুর নছীর আহমদ ভূইয়া মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এ কথা বলেন। এসময় জেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের ভূইয়া এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি, রামগঞ্জ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য এ বিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান, এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সিরাজুল ইসলাম, সাবেরা আনোয়ার, লক্ষ্মীপুর পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু, রায়পুর পৌর মেয়র এবিএম জিলানী, বিএনপি নেতা হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, মাহে আলম, শাহ মোহাম্মদ এমরানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিএনপি নেতা মরহুম কালু মুন্সি এবং ছাত্রনেতা শহিদুল ইসলাম চট্রুসহ অন্যান্য নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামণা করে ১মিনিট নিরবতা পালন করা হয়।