অনলাইন পত্রিকা 'নোয়াখালী ওয়েব'র ৫ম বর্ষে পদার্পন


৫ম বর্ষে পদার্পন করল অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব। বৃহত্তর নোয়াখালীর স্থানীয় ও দেশ বিদেশে এ অঞ্চলের কমিউনিটির মানুষদের তাৎণিকভাবে সংবাদ প্রদানের ল্যে ২০০৫ সালের ১ জুলাই পত্রিকাটি তাদের প্রকাশনা শুরু করেছিল। বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে বিশ্ববিখ্যাত এ্যালাঙ্া র্যাংকিং অনুসারে নোয়াখালী ওয়েব বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অনলাইন পত্রিকা। আঞ্চলিক ও কমিউনিটির খবরের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক খবরও গুরুত্ব সহকারে প্রকাশ করায় পত্রিকাটি ইতোমধ্যে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। অনেক প্রতিকূলতার মাঝেও সফলভাবে চার বছর পূর্ণ করতে পারার জন্য পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক এর পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। নোয়াখালী ওয়েব'র ঠিকানা www.facebook.com/noakhaliweb
এছাড়া ৫ম বর্ষে পদার্পন উপল ফেইসবুকে নোয়াখালী ওয়েবের ঠিকানা www.facebook.com/noakhaliweb
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,