রামগতিতে ২ বিকৃত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে ২ বিকৃত লাশ উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। গতকাল গভীর রাতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। রামগতি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল গভীর রাতে উপজেলার রমিজের হাট থেকে এ ২টি বিকৃত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘুর্ণিঝড় আইলা বিদ্ধস্ত অথবা জলদসু্যদের আক্রমনের শিকার হতে পারে বলে তিনি মনে করেন।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,