লক্ষ্মীপুরের কমলনগরে সরকারী ধান ক্রয় অভিযান শুরু

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার পৃথক অনুষ্ঠানে কমলনগরের সদর হাজির হাট খাদ্য গুদামে সরকারী ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদ হাসান, জেলা খাদ্য কর্মকর্তা মো: শুক্কুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সিরাজুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো: আবুল কালাম, কমলনগর প্রেস কাব সভাপতি মিজানুর রহমান মানিক, কৃষি সমবায় কাব (কৃসক) সংগঠক ও সাংবাদিক এএনএম আশরাফ উদ্দিন ও সফল কৃষক সাহাব উদ্দিন রনি প্রমূখ।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,