লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ নেতার স্ত্রী নিহত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামে সন্ত্রাসীদের গুলিতে শনিবার ২৭ জুন দিবাগত রাতে গৃহবধু তাসলিমা আক্তার (৩৭) নৃশংস ভাবে নিহত হয়েছে। রামগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে নোয়াগাও গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তাছলিমা আক্তারকে রাত একটার দিকে সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ ধারনা করছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত তাসলিমার স্বামী স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, গৃহবধু তাসলিমা হত্যাকান্ডে ঘটনায় তার স্বামী মোহাম্মদ আলী বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদাক আ ক ম রুহুল আমিন এবং উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী তাসলিমা হত্যাকান্ডের ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের দায়ী করে অবিলম্বে তাদের গ্রেফতারে দাবি জানান। তারা আরো জানান, বিএনপির সন্ত্রাসীরা মূলত মোহাম্মদ আলীকে হত্যা করার জন্য গুলি ছোড়ে ভাগ্যক্রমে সে বাঁচলেও রেহায় পায়নি তার স্ত্রী। পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,