লক্ষীপুরে ভবানীগঞ্জ সদ্য প্রয়াত সদর উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের শোকসভা


ষড়যন্ত্র করে জনাতার রায় নস্যাৎ করা যাবেনা গনতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবেনা। এ দেশের মাষ বিগত ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বালাদেশ আওয়ামীলীগকে ভোটের মধ্য দিয়ে সরকার বসিয়েছে। এ রায়ের মধ্য দিয়ে জনগন এ দেশের কৃষি ও শিল্প বানিজ্যে বৈল্পাবিক পরিবর্তনের স্বপ্ন দেখছে। আর সারাদেশের মানুষের এ রায়কে উপো করে কতিপয় ষড়যন্ত্রকারী সংসার বিরোধ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু সেসব ষড়যন্ত্র খ হাসিনার সরকারকে কোন রকম তি করতে পারবেনা। বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া আজ শনিবার বিকেলে ল²ীপুরের ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত সদ্য প্রয়াত সদর উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, যেকোন ধরনের চক্রান্তের অবসান ঘটিয়ে বর্তমান সরকার দেশতে সমৃদ্ধির পথে এগিয়ে আনতে বদ্ধপরিকর। এসময় তিনি প্রয়াত মোসলেহ উদ্দিন নিজামের ল²ীপুরের উন্নয়নে বিভিন্ন স্বপ্নের কথা উল্লেখ করে তা বা¯Íবায়নের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। পাশাপাশি আগামী উপ নির্বাচনে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে মোসলেহ উদ্দিন নিজামের একমাত্র পুত্র সাইফুল হাসান রনিকে নির্বাচিত করার আবেদন জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে ক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এম এ হাশেম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শোয়েব হোসেন ফারুক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, যুব ও শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড, জসিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো: শিমূল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,