মো: নজরুল ইসলাম দিপু ঃ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্ণামেন্ট ২০০৯ উদ্বোধন করা হয়েছে।
শনিবার জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমদে, সাবেক অতিরিক্ত সচিব শামছুল আলম, পুলিশ সুপার জামিল আহমেদ, সাবেক সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা আ’লীগ সভাপতি এম আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সেক্রেটারী মিজানুর রহিম, সিনিয়র সহসভাপতি আ ন ম ফজলুল করিম, ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাঈন উদ্দিন কামরু, এডিসি জেনারেল, এডিসি রেভিনিউ, এডিএমসহ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন ক্রীড়া চক্রের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ হাজার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। প্রধান অতিথি পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামকে আরো উন্নত ও সমৃদ্ধি করার আশ্বাস দেন। উদ্বোধনী ম্যাচে রামগতি ও চাঁদপুরের সাথে খেলায় চাঁদপুর ৩ গোলে জয়ী হয়।
Browse » Home » »
যথাক্রমে- লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্ণামেন্ট ২০০৯ এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা পুলিশ এর উদ্যোগে প্রধান অতিথিকে বরণ করার সময় র্যালি, প্রধান অতিথি এইচ টি ইমাম দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, লক্ষ্মীপুরের অন্যতম প্রধান দুটি দল মোহামেডান ও আবাহনীর ক্রীড়া চক্রের নেতৃবৃন্দের হাতে নিজস্ব পতাকা উত্তোলনের একটি দৃশ্য, খেলা উদ্বোধন উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান।
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন
উদ্বোধনী দিনেই চাঁদপুর ৩ গোলে জয়ী